ফুলহ্যামের মাঠে ড্র করেও লিগ কাপের ফাইনালে লিভারপুল

দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে লিগ কাপের রেকর্ড চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2024, 10:19 PM
Updated : 24 Jan 2024, 10:19 PM

প্রথম লেগের জয়ে কাজ অর্ধেক সেরে রেখেছিল লিভারপুল। ফিরতি দেখায়ও শুরুতে এগিয়ে যায় তারা। শেষ দিকে ফুলহ্যাম অবশ্য নাটকীয়তার আভাস দেয়। তাতে জয় হাতছাড়া হলেও লিগ কাপের ফাইনালে ঠিকই উঠে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে ১-১ ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লিভারপুল।

প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের একাদশ মিনিটে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে তরুণ সেন্টার-ব্যাক জ্যারেল কুয়ানসা উঁচু থ্রু বল বাড়ান, প্রথমে একজনের বাধার মুখে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের আরও দুজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন লুইস দিয়াস।

দুই লেগ মিলিয়ে দুই গোলে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস হারায়নি ফুলহ্যাম। বল দখলে লিভারপুল কিছুটা এগিয়ে থাকলেও সমানভাবে পাল্টা আক্রমণে উঠছিল স্বাগতিকরাও।

অনেক চেষ্টার পর ৭৭তম মিনিটে ম্যাচে সমতা টানে ফুলহ্যাম। বাঁ দিক দিয়ে সতীর্থের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হাঁটু দিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জিওপ।

জমে ওঠে লড়াই, নতুন করে আশা জাগে ফুলহ্যামের। যদিও পরে আর তেমন কিছু করতে পারেনি তারা।

এই নিয়ে ১৪তম বারের মতো লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল।

শিরোপা লড়াইয়ে অ্যানফিল্ডের দলটি মুখোমুখি হবে চেলসির। মিডলসব্রার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর গত মঙ্গলবার ফিরতি দেখায় ৬-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে চেলসি।

ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৫ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে নামবে লিভারপুল ও চেলসি।