তাইওয়ানে তৃতীয় সিদ্দিকুর

প্রায় ৬১ লাখ টাকা পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই তারকা গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 02:48 PM
Updated : 2 Oct 2022, 02:48 PM

তাইওয়ানের কোর্সে আলো ছড়িয়েছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের আসর মারকারি ওপেনে তৃতীয় হয়েছেন বাংলাদেশের এই তারকা গলফার। 

তাইওয়ানের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সারিত সুভানারুতের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন তিনি। 

তৃতীয় হওয়ার সুবাদে তাইওয়ানের এই আসর থেকে ৬০ হাজার ডলার প্রাইজমানি পেয়েছেন ২০১৩ সালে সবশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ লাখ টাকা। 

তাইওয়ানের চ্যাং সি চ্যান ও ভারতের রশিদ খান দুজনই পারের চেয়ে ১৫ শট করে কম খেলেছেন। চ্যান হয়েছেন প্রথম, রশিদ দ্বিতীয়। 

এই আসরে পারের চেয়ে দুই শট কম খেলে প্রথম রাউন্ড পেরিয়েছিলেন সিদ্দিকুর। পরের দুই রাউন্ডে খেলেন ৩টি করে মোট ৬ শট কম।