বিদ্যুৎ সঙ্কটে সন্ধ্যায় ম্যাচ খেলবে না জার্মানির নুরেমবার্গ

জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব নুরেমবার্গের মাক্স মরলক স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবহার সীমিত করে দিয়েছে নগর পরিষদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2022, 02:07 PM
Updated : 30 Sept 2022, 02:07 PM

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে তৈরি হওয়া বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়েছে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব নুরেমবার্গে। নগর পরিষদ সীমিত করে দিয়েছে তাদের মাক্স মরলক স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবহার। 

স্থানীয় কর্তৃপক্ষের শুক্রবার জানানো এই সিদ্ধান্তের ফলে ঘরের মাঠে আপাতত সন্ধ্যায় কোনো ম্যাচ খেলতে পারবে না নুরেমবার্গ। 

গত ২৪ অগাস্ট ইউক্রেইনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বব্যাপী গ্যাস, তেল বিদ্যুতের দাম বাড়তে শুরু করে। এতে বিদ্যুৎ সঙ্কটে পড়েছে জার্মানি। জ্বালানির জন্য রাশিয়ার ওপর অনেক নির্ভরশীল দেশটি আগামী শীতের ভাবনায় বিদ্যুতের ব্যবহার কমাতে এই উদ্যোগ নিয়েছে। 

“শীতকালে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে কোন কোন ক্ষেত্রে জ্বালানি শক্তির সাশ্রয় করা যায়, এনিয়ে নগর পরিষদ আলোচনা করছে।” 

নগর পরিষদের বিবৃতিতে আরও জানানো হয়, মাঠ গরম রাখার প্রক্রিয়াটিও বন্ধ থাকবে। আর সর্বোচ্চ রাত ৯টা পর্যন্ত ফ্লাডলাইট ব্যবহার করা যাবে। জার্মান ফুটবল লিগের সঙ্গে এসব নিয়ে চুক্তি হয়েছে তাদের।

জার্মান ফুটবলের দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে আছেন নুরেমবার্গ।