সময়ের সেরা ফুটবলারদের একজন আর্লিং হলান্ডের সঙ্গে প্রতিপক্ষ দলের কারো জার্সি বদলের ঘটনা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। তবে সরল মনে ‘অসময়ে’ সেটাই করে বিপাকে পড়েছেন ইয়াং বয়েজের মোহামেদ আলি কামারা। দল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন অধিনায়কের সিটি তারকার সঙ্গে জার্সি বদলের ঘটনা মোটেও ভালো লাগেনি ইয়াং বয়েজ কোচ রাফায়েল উইকির।
কোনোরকম রাখঢাক না করে কণ্ঠে বিরক্তি নিয়ে তিনি বললেন, বিরতিতে কামারার এমন কাণ্ডে তিনি বিস্মিত হয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে হলান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় সিটি। প্রথমার্ধে হলান্ড ও ফিল ফোডেনের গোলে লিড নেয় পেপ গুয়ার্দিওলার দল। দল আছে হারের মুখে, ঠিক সেই সময়েই বিরতিতে টানেলে ঢোকার মুখে নরওয়ে স্ট্রাইকারের সঙ্গে জার্সি বদল করেন কামারা।
ম্যাচ শেষে এই বিষয়ে জানতে চাওয়া হলে উইকির কণ্ঠে কিছুটা বিরক্তিই প্রকাশ পায়। তবে তিনি এটাও মনে করেন, মাঠে এর কোনো প্রভাব পড়েনি।
“আমি এটা (কামারা-হলান্ডের জার্সি বদল) দেখিনি, বিষয়টা মাত্র জানলাম এবং এই মুহূর্তে আমি এতে কিছুটা অবাক। তবে আমি মনে করি না এই ঘটনায় ম্যাচে বা পারফরম্যান্সের কোনো প্রভাব পড়েছে। তবে আমি সম্ভবত তার সঙ্গে এই বিষয়ে কথা বলব এবং সে তখন কী ভেবেছিল, জানতে চাইব। হয়ত আর্লিং (হলান্ড) তাকে জার্সি বদল করতে বলেছিল, আমি জানি না!”
ফুটবলে যেকোনো ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বদল প্রায় সময়ই দেখা যায়। এই ম্যাচ শেষেও সিটি ও বয়েজের খেলোয়াড়রা তা করেছেন। তবে বিরতির সময় তা করলে দর্শক-সমর্থকদের অনেকেই তা মেনে নিতে পারেন না। লড়াইয়ে পিছিয়ে থাকা দলটির ভক্তরা বিষয়টিকে নিজেদের জন্য ‘সম্মানহানি’ হিসেবে দেখে।
সিটি কোচ গুয়ার্দিওলা অবশ্য বিরতির সময় খেলোয়াড়দের জার্সি বদলে কোনো সমস্যা দেখেন না।
“আমি এই ব্যাপারে জানি না। আমরা ৩-০ গোলে জিতেছি। যেটা হয়েছে, আমি এর কারণ জানি না।”