দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে নেইমার

শেষ ষোলোর ম্যাচটিতে ফিরেছেন ডিফেন্ডার দানিলোও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 06:13 PM
Updated : 5 Dec 2022, 06:13 PM

চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা নেইমারের মাঠে ফেরার বিষয়টি আগেরদিনই নিশ্চিত করেছিলেন ব্রাজিল কোচ তিতে। যা একটু সংশয় ছিল এবার তাও কেটে গেল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশেই আছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় সোমবার রাত একটায় শুরু হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ।

আসরের শুরুর ম্যাচের মতো একই আক্রমণভাগ রেখেছেন তিতে। নেইমারের দুই পাশে আছেন ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া এবং তাদের সামনে রিশার্লিসন। সার্বিয়ার বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ডের জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওই ম্যাচেই অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে যান নেইমার ও ডিফেন্ডার দানিলো। পিএসজি তারকার মতো শুরুর একাদশে ফিরেছেন তিনিও।

গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে খেলতে পারেননি তারা দুজন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরে যায় একই ব্যবধানে। অবশ্য ওই ম্যাচে একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল একাদশ: আলিসন, দানিলো, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, লুকাস পাকেতা, কাসেমিরো, ভিনিসিউস জুনিয়র, নেইমার, রাফিনিয়া, রিশার্লিসন