সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ জামাল, জিকোদের সামনে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 10:18 AM
Updated : 10 March 2024, 10:18 AM

কদিন ধরে শোনা যাচ্ছিল সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতি দিয়ে জানিয়েছে, ফিলিস্তিন ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে সৌদি আরবে দুটি ম্যাচ খেলবেন জামাল-জিকোরা। 

আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ হবে কুয়েতে। পরে ২৬ মার্চ ফিরতি লেগ হবে ঢাকায়। 

ম্যাচ দুটিকে সামনে রেখে এ মাসের শুরু থেকে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল বাফুফে। রোববার তারা ম্যাচ আয়োজনের বিষয়টি জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। 

প্রথম প্রস্তুতি ম্যাচ রোববার মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে ১৪ মার্চ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩তম) বেশ এগিয়ে আছে সুদান (১২৬তম)। 

দুটি প্রস্তুতি ম্যাচই হবে ক্লোজড ডোর। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন আশাবাদ, বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সুদানের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ দলের কাজে দেবে।