সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ফল কাবরেরার কাছে ‘ইতিবাচক’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই সামনে রেখে সুদানের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচের ফল অবশ্য অফিসিয়ালি জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 07:54 AM
Updated : 11 March 2024, 07:54 AM

প্রস্তুতি ম্যাচ বলেই ফল মূখ্য ছিল না হাভিয়ের কাবরেরার কাছে। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের লড়াই সামনে রেখে সুদানের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের কোচ চেয়েছিলেন, এক সপ্তাহের অনুশীলন শেষে দলের শক্তি, দুর্বলতা, বর্তমান অবস্থা পরখ করে নিতে। সেটা তিনি করে নিতে পেরেছেন বলে জানিয়েছেন ভিডিও বার্তায়।

সৌদি আরবে সুদানের বিপক্ষে রোববার রাতে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচের ফল অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লোজড ডোরে হওয়া ওই ম্যাচটি হয়েছে গোলশুন্য ড্র। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচটিও হবে ক্লোজড ডোরে।

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম লেগে ম্যাচে আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ খেলবে কুয়েতের ভেন্যুতে। কাবরেরার হাতে তাই দল ঠিকঠাক গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময়ও নেই। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্স তার দৃষ্টিতে ইতিবাচক।

“প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরণের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা করতে পারলাম, সেটা।”

ফিফা র‌্যাঙ্কিংয়ে সুদানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে ৫৬ ধাপ এগিয়ে থাকা আফ্রিকা মহাদেশের দলটির বিপক্ষে জামাল-জিকোরা যেভাবে খেলেছেন, দৃঢ়তা দেখিয়েছেন, তাতে কাবরেরা মনে হচ্ছে হচ্ছে সঠিক পথেই আছে দল।

“খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪-২৫ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে; সবাই খুবই ভালো পারফরম করেছে। প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আমি মনে করি, সঠিক পথেই আছি আমরা।”