কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসের দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠে চমক দেখানো বাংলাদেশের স্বপ্নযাত্রা অবশ্য খুব বেশি দীর্ঘ হলো না। ভারতের বিপক্ষে হেরে পথচলা থামল মুহতাসিন আহমেদ হৃদয়-রিফাত সাব্বিরদের।
বার্মিংহামে রোববার কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। ফিজি ও গায়ানাকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিয়েছিল তারা।
দলগত বিভাগের ডাবলসের ম্যাচে হৃদয় ও রামহীম বম জুটি ১১-৮, ১১-৬, ১১-২ গেম পয়েন্টে হেরে যান ভারতের জুটির কাছে। সিঙ্গেলসে সাব্বির হারেন ১১-৪, ১১-৭, ১১-২ ব্যবধানে এবং হৃদয় হেরে যান ১১-২, ১১-৩, ১১-৫ গেম পয়েন্টে।
সাঁতারে যথারীতি সাদামাটা বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৩০ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে হিটে ৪২তম হন সোনিয়া খাতুন। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৪ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে আসিফ রেজা হিটে হন ৫০তম।
জিমন্যাস্ট আলি কাদের হককে নিয়ে প্রত্যাশা ছিল ভালো কিছুর, কিন্তু পারেননি তিনি। ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির আহমেদ ২১তম, ভল্টিং টেবিলে আলি কাদের ১২তম, আবু সাঈদ রাফি ১৬তম ও শিশির আহমেদ ১৭তম হন।