রক্ষণে শক্তি বাড়াতে গোমেজকে আনছে সিটি

তরুণ স্প্যানিশ লেফট-ব্যাককে দলে ভেড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 04:24 PM
Updated : 12 August 2022, 04:24 PM

দলে লেফট-ব্যাক পজিশনে শক্তি বাড়াতে চায় ম্যানচেস্টার সিটি। তাই বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখট থেকে সের্হিও গোমেজকে দলে টানতে যাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

২১ বছর বয়সী স্প্যানিশ লেফট-ব্যাককে দলে আনার পরিকল্পনার কথা শুক্রবার জানান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, গোমেজের জন্য সিটি ও অ্যান্ডারলেখট প্রাথমিকভাবে ১ কোটি ১০ লাখ পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে আর্সেনালে পাড়ি দেন ইউক্রেইনের খেলোয়াড় অলেকসান্দার জিনচেঙ্কো। ফলে সিটির স্কোয়াডে এখন লেফট-ব্যাক বলতে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে আছেন কেবল পর্তুগালের জোয়াও কানসেলো।

অ্যান্ডারলেখটে গত মৌসুমে সিটির সাবেক ফুটবলার ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ খেলেন গোমেজ। সেখানকার পারফরম্যান্সেই তিনি সিটির নজর কাড়েন বলে জানান গুয়ার্দিওলা।

“সে বার্সেলোনা একাডেমির তরুণ প্রতিভাবান খেলোয়াড়। সে বরুশিয়া ডর্টমুন্ডেও গিয়েছিল, কিন্তু খুব বেশি খেলার সুযোগ পায়নি। গত বছর কোম্পানি তাকে একটি সুযোগ করে দেয়। সে ভালো খেলেছে, আমরা তাকে এখানে আনতে চাই।”

২০২১ সালের জুনে অ্যান্ডারলেখটে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন গোমেজ। স্পেনের বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৭ সালে খেলেছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে, যেখানে ইংল্যান্ডের কাছে হারে স্পেন।