রিয়াল-বার্সার প্রথম লড়াইয়ের দিন চূড়ান্ত

সান্তিয়াগো বের্নাবেউয়ে হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী ১৬ অক্টোবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 02:10 PM
Updated : 26 Sept 2022, 02:10 PM

লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোর তারিখ ও সময় চূড়ান্ত হয়েছে। আগামী ১৬ অক্টোবর সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। 

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের বিরতি চলছে। ক্লাসিকোর আগে আগামী ১ অক্টোবর লিগে মায়োর্কা ও ৯ অক্টোবর সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তারা দুবার ইন্টার মিলানের মুখোমুখি হবে।

ক্লসিকোর আগে লিগে রিয়ালেরও আছে দুটি ম্যাচ- ওসাসুনা ও গেতাফের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে দুইবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে রেকর্ড চ্যাম্পিয়নরা।

লা লিগায় রিয়াল ও বার্সেলোনার মুখোমুখি ম্যাচের ফল অনেক সময়ই শিরোপা লড়াইয়ে বড় ভূমিকা রাখে। 

গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল এবারের আসরে এখনও কোনো পয়েন্ট হারায়নি। ৬ ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল। সমান ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে শাভি এরনান্দেসের বার্সেলোনা।   

গত মৌসুমে লা লিগায় প্রথম ক্লাসিকোয় নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে ফিরতি দেখায় রিয়ালের মাঠে ৪-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছিল কাতালান দলটি। 

এবার প্রাক-মৌসুমে মুখোমুখি হয়েছিল দল দুটি। যুক্তরাষ্ট্রে সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা।