ইউএস ওপেনে ‘খেলতে পারবেন’ জোকোভিচ

কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতার তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রে খেলতে আর বাধা থাকবে না সার্বিয়ান টেনিস তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 02:02 PM
Updated : 2 May 2023, 02:02 PM

করোনাভাইরাসের টিকা না নিয়েও ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্র সরকার টিকার বাধ্যবাধকতার তুলে নেওয়ায় দেশটির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন এই টেনিস তারকা। 

বিশ্বের শীর্ষ সারির ক্রীড়াবিদদের একজন জোকোভিচ শুরু থেকেই করোনাভাইরাসের টিকা নেওয়ার বিরুদ্ধে অবস্থান নেন। এজন্য ইউএস ওপেনের সবশেষ আসরে তাকে খেলার অনুমতি দেওয়া হয়নি। 

এরপর চলতি বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলতে জোকোভিচের বিশেষ অনুমতির আবেদনও নাকচ করা হয়।

এবারের ইউএস ওপেন চলবে আগামী ২৮ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। পর্যটকদের জন‍্য যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতার মেয়াদ শেষ হবে আগামী ১১ মে। তাই এই টুর্নামেন্টে ৩৫ বছর বয়সী জোকোভিচের খেলায় আর কোনো বাধা থাকবে না। 

এর আগে টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগের দিন জোকোভিচকে ফেরত পাঠিয়েছিল দেশটির প্রশাসন। এরপর এই সার্বিয়ান বলেছিলেন যে, টিকা না নিয়ে গ্র্যান্ড স্ল্যাম মিস করতেও আপত্তি নেই তার। 

পুরুষ এককে যৌথভাবে রেকর্ড ২২টি মেজর জয়ী জোকোভিচ ইউএস ওপেনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন তিনবার।