ব্রিটিশ গণমাধ্যমের খবর, এনকুনকুকে দলে টানতে ৬ কোটি পাউন্ড খরচ হতে পারে ইংলিশ ক্লাবটির।
Published : 20 Jun 2023, 06:25 PM
দলের আক্রমণেভাগে শক্তি বাড়িয়েছে চেলসি। লম্বা সময়ের জন্য লাইপজিগ থেকে ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
চেলসি মঙ্গলবার এক বিবৃতিতে এনকুনকুর সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি করার কথা জানায়। নতুন কোচ মাওরিসিও পচেত্তিনোর সময়ে প্রথম খেলোয়াড় হিসেবে তাকে দলে টানল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
এনকুনকুকে দলে ভেড়াতে কত খরচ হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি চেলসি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, অঙ্কটি ৬ কোটি পাউন্ডের কাছাকাছি।
জার্মান ক্লাব লাইপজিগের হয়ে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন এনকুনকু। সতীর্থদের দিয়ে করান ৯টি গোল। ২০১৯ সাল থেকে সব মিলিয়ে ক্লাবটির হয়ে ১৭২ ম্যাচে ৭০ গোল করেন তিনি, অ্যাসিস্ট ৫৬টি।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।
সবশেষ মৌসুমটি খুবই খারাপ কেটেছে চেলসির। দ্বাদশ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে তারা, ১৯৯৪ সালের পর যা ছিল তাদের সবচেয়ে বাজে মৌসুম। আসছে মৌসুমে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের সামনে।