১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান পাচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার।
Published : 03 Aug 2023, 04:55 PM
মাঠের আলো ঝলমলে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পাচ্ছেন তিন জন- নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সভা শেষে সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন তিনি।
উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ ক্যাটাগরিতে আছে তরুণ টেবিল টেনিস তারকা মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম। ক্রীড়া সংগঠকের স্বীকৃতি পাচ্ছেন দু্ই জন-তৃণমূল পর্যায়ে নারী ফুটবল নিয়ে কাজ করা মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।
ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা হিসেবে সেরার স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এছাড়া ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ক্যাটাগরিতে মনোনীত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
ক্রীড়া সাংবাদিক খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার আতাহার আলী খানও পাচ্ছেন এই পুরষ্কার। আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে হকির সাবেক তারকা আবদুস সাদেককে।
এই স্বীকৃতি দেশের ক্রীড়াঙ্গণে আগামীতে অন্যদের আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
“ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক পুঙ্খনাপুঙ্খরূপে যাচাই-বাছাইপূর্বক আমরা উপরে উল্লেখিত ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ ২০২৩ প্রদান করছি। সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনীত সকলকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এ পুরস্কার ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে।”