বার্সাকে হারিয়ে টিকে গেল সেল্তা ভিগো

লা লিগা চ্যাম্পিয়নদের মৌসুমের শেষটা ভালো হলো না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 09:02 PM
Updated : 4 June 2023, 09:02 PM

বলের দখলে একচেটিয়া আধিপত্য করলেও ফিনিশিংয়ে অতটা কার্যকর হতে পারল না বার্সেলোনা। চেনা আঙিনায় উজ্জীবিত ফুটবল খেলল সেল্তা ভিগো। দারুণ এক জয়ে পরের মৌসুমে লা লিগায় টিকে রইল তারা।

ঘরের মাঠে রোববার লা লিগার শেষ রাউন্ডে চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় সেল্তা। দুই অর্ধে গাব্রি ভেইগার দুই গোলের পর ব্যবধান কমান আনসু ফাতি।

এলচে ও এস্পানিওলের লা লিগা থেকে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। শেষ দিনে টিকে থাকার লড়াইয়ে ছিল ছয় দল- কাদিস, গেতাফে, ভালেন্সিয়া, আলমেরিয়া, সেল্তা ভিগো, রিয়াল ভাইয়াদলিদ।

৮৬ মিনিট পর্যন্ত এস্পানিওলের বিপক্ষে ৩-২ গোলে পিছিয়ে থেকে অবনমনের ঝুঁকিতে ছিল আলমেরিয়া। ৮৭তম মিনিটের পেনাল্টি গোলে ৩-৩ ড্র করে শীর্ষ লিগে টিকে গেছে তারা। গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে তৃতীয় দল হিসেবে অবনমন হয়েছে ভাইয়াদলিদের।

৩৮ ম্যাচে ভাইয়াদলিদের পয়েন্ট ৪০। ১৮ নম্বরে থেকে শেষ রাউন্ড শুরু করে একই পজিশনে থেকে শেষ করল তারা। ১৭ নম্বরে আলমেরিয়ার ৪১ পয়েন্ট। তাদের ওপরের তিনটি স্থানে ভালেন্সিয়া, গেতাফে ও কাদিসের ৪২ পয়েন্ট করে।

১৭ নম্বরে থেকে শেষ দিনে নেমে সেল্তা লিগ শেষ করল ১৩তম হয়ে। তাদের পয়েন্ট ৪৩।

চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করল ৮৮ পয়েন্ট নিয়ে। তাদের সঙ্গে আগেই চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ (৭৮), আতলেতিকো মাদ্রিদ (৭৭) ও রিয়াল সোসিয়েদাদ (৭১)।

একাদশ মিনিটে সেল্তার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন ফঁক কেসিয়ে, তবে অফসাইডের কারণে গোল মেলেনি। ২৬তম মিনিটে এই মিডফিল্ডারের শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

৪১তম মিনিটে সেল্তার অস্কার রদ্রিগেস জালে বল পাঠালেও পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। পরক্ষণেই এগিয়ে যায় তারা। সতীর্থের পাস ধরে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ভেইগা।

৬৩তম মিনিটে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ শাভি। রাফিনিয়া, ফেররান তরেস ও মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে তুলে মাঠে নামান উসমান দেম্বেলে, আনসু ফাতি ও ইনাকি পেনাকে।

একটু পরই দ্বিতীয় গোল হজম করে তারা। চমৎকার গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ভেইগা। ডান দিক থেকে তার শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। খানিকটা এগিয়ে থাকা বদলি গোলরক্ষক পেনা লাফিয়েও বলের নাগাল পাননি।

দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ৭৯তম মিনিটে ব্যবধান কমায় বার্সেলোনা। দেম্বেলের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ফাতি।

বাকি সময়ে আর তেমন কিছু করে দেখাতে পারেনি বার্সেলোনা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে স্বাগতিকরা।