লন্ডনের ক্লাবটিতে দেড় যুগের অধ্যায়ে তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ইংলিশ ফুটবলার।
Published : 05 Jul 2023, 03:36 PM
মাত্র ছয় বছর বয়সে যাত্রা শুরু চেলসিতে। এরপর ধাপে ধাপে এই ক্লাবেই শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারের। স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যাওয়া তাই ম্যাসন মাউন্টের জন্য মোটেও সহজ নয়। তবে বাস্তবতায় চোখ রেখে ঠিকানা বদলের কথা জানালেন এই ইংলিশ মিডফিল্ডার। বললেন, এটাই তার ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত।
অনেক দিন ধরে গুঞ্জন ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাচ্ছেন মাউন্ট। বুধবার আসে আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের জন্য ম্যানচেস্টারের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
২০১৯ সালে চেলসির মূল দলে অভিষেক হয় মাউন্টের। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এবার তার সামনে নতুন অধ্যায়ের চ্যালেঞ্জ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার ভিডিও পোস্ট করে সমর্থকদের উদ্দেশ্যে চেলসি ছাড়ার ভাবনা তুলে ধরেন মাউন্ট।
“আমি চেলসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি আপনাদের (সমর্থক) একটি লিখিত বিবৃতির চেয়ে বেশি কিছু প্রাপ্য, তাই আমি সরাসরি বলতে চাই গত ১৮ বছরে আপনাদের সব সমর্থনের জন্য আমি কতটা কৃতজ্ঞ।”
“আমি জানি আপনারা কেউ কেউ আমার এই সিদ্ধান্তে খুশি হবেন না, তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এটিই আমার জন্য সঠিক সিদ্ধান্ত।”
ভিডিওতে চেলসির একাডেমি, স্টাফ, সতীর্থ, সাবেক তিন কোচ টমাস টুচেল, গ্রাহাম পটার ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ধন্যবাদ জানান মাউন্ট।