পেনাল্টি সেভ করা গোলরক্ষক আন্দ্রি লুনিনের কথা আলাদা করেই বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 09 Nov 2023, 11:12 AM
ব্রাগাকে হারিয়ে টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলা নিশ্চিত করার আনন্দ আছে কার্লো আনচেলত্তির। তবে এর চেয়েও তিনি বেশি তৃপ্তি অনুভব করছেন দলের খেলার ধরনে। আলাদাভাবে শুরুতে পেনাল্টি সেভ করা গোলরক্ষক আন্দ্রি লুনিনেরও প্রশংসা করলেন রেয়াল মাদ্রিদ কোচ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে ব্রাগাকে ৩-০ গোলে হারায় রেয়াল। ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
ম্যাচের শুরুতেই গোল হজম করতে পারত রেয়াল। চতুর্থ মিনিটে নিজেদের ডি-বক্সে ক্রিস্তিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দেন লুকাস ভাসকেস। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আন্দ্রি লুনিন। নিয়মিত গোলরক্ষক কেপা আরিসাবালাগার চোটে পাওয়া সুযোগ কাজে লাগানো শিষ্যের স্তুতিতে মাতলেন আনচেলত্তি।
“লুনিন যতটা ভালো করল, সেটা দেখা আমাদের জন্য আসলেই ভালো সংকেত। অনুশীলনে কেপা (আরিসাবালাগা) পেশিতে সমস্যা বোধ করছিল; বৃহস্পতিবার সকালে ওর পরীক্ষা করা হবে। আমরা এখনও জানি না ওর অবস্থা কী। এখন সময় নয় আমাদের কোনো খেলোয়াড়কে নিয়ে অপ্রয়োজনে ঝুঁকি নেওয়ার।”
লুনিনের সেভের পর ২৭তম মিনিটে দিয়াসের গোলে এগিয়ে যায় রেয়াল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান আক্রমণভাগের বাকি দুই তারকা ভিনিসিউস ও রদ্রিগো। সব মিলিয়ে দারুণ পারফরম্যান্সের তৃপ্তি অনুভব করছেন রেয়াল কোচ।
“আমি মনে করি, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের ছিল। আমরা এগিয়ে গেলাম, কিন্তু সর্বপরি যখন ম্যাচ উন্মুক্ত ছিল, আমাদের ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল (প্রতিপক্ষের জন্য)।”
“এটা ছিল ভালো পারফরম্যান্স। শুরুতে আমাদের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত আসায় আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম, কিন্তু লুনিন দুর্দান্ত সেভ করল।”
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে আছে রেয়াল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেরি আর দল নাপোলি। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রাগার এখনও সুযোগ আছে শেষ ষোলোয় ওঠার। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ইউনিয়ন বার্লিনের বেজে গেছে বিদায় ঘণ্টা।