সেভিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন র‍্যাশফোর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের পরের কয়েকটি ম্যাচও খেলতে পারবেন না এই ইংলিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2023, 01:34 PM
Updated : 12 April 2023, 01:34 PM

ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। চোটের কারণে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ মিস করবেন দলটির ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার বিষয়টি জানায় ইউনাইটেড। পেশির চোটে ভুগছেন র‍্যাশফোর্ড।

প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে কুঁচকিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন র‍্যাশফোর্ড।

চলতি মৌসুমে দারুণ খেলছেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ২৮টি, যা ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

বিবৃতিতে র‍্যাশফোর্ড কবে মাঠে ফিরতে পারেন, তা জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে, 'কয়েক ম্যাচের জন্য' ছিটকে গেছেন এই ইংলিশ ফুটবলার।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগের লড়াইয়ে মাঠে নামবে ইউনাইটেড ও সেভিয়া।