তুরস্কে টেবিল টেনিসে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

ইসলামিক সলিডারিটি গেমসে পুরুষ দলগত টেবিল টেনিসে সেরা আটে উঠেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 01:09 PM
Updated : 10 August 2022, 01:09 PM

কমনওয়েলথ গেমসের মতো ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিসেও আলো ছড়াচ্ছে বাংলাদেশ। তুরস্কের এই আসরে পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠেছে দল।

কনিয়াতে বুধবার প্রি কোয়ার্টার-ফাইনালে মালদ্বীপকে ৩-২ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহীম বম ও রিফাত সাব্বির।

প্রথম ম্যাচে ৩-০ গেমে মালদ্বীপের প্রতিযোগীকে হারান হৃদয়। দ্বিতীয় ম্যাচে রামহীমও জিতেন ৩-০ ব্যবধানে। ডাবলসে বাংলাদেশকে ৩-১ গেমে হারিয়ে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ।

এরপর হৃদয়ও ৩-০ গেমে হেরে যান। ২-২ সেটে সমতায় ফেরে লড়াই। শেষ ম্যাচে সাব্বির ৩-০ ব্যবধানে জিতলে সেরা চারে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।

কদিন আগে হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল বাংলাদেশ।