বেঞ্চে কিংসলে, জনির অভিষেক

ফর্টিস এফসির এই মিডফিল্ডারকে শুরুর একাদশে রেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 09:36 AM
Updated : 25 March 2023, 09:36 AM

এবারই প্রথম জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন মজিবুর রহমান জনি। প্রস্তুতিতে পর্বে মনোযোগও কেড়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। সিশেলসের বিপক্ষে অভিষেক হচ্ছে তরুণ মিডফিল্ডারের।

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার বেলা পৌনে ৪টায় সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মার্চ।

শুক্রবার রাতে ২৩ জনের চূড়ান্ত দল দিয়েছিলেন কাবরেরা। চূড়ান্ত দলে এলিটা কিংসলে থাকায় সিশেলস ম্যাচের একাদশে তাকে দেখা যায় কিনা, তা নিয়ে কৌতুহল ছিল সবারই। নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে রাখেননি বাংলাদেশ কোচ।

প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ফর্টিসের মাঝমাঠ সামলেছেন জনি। অধিকাংশ ম্যাচেই খেলেছেন প্রায় পুরোটা সময়। মোহামেডানের বিপক্ষে ম্যাচে একটি গোলও আছে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।

চোট কাটিয়ে ১৬ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন ডিফেন্ডার তপু বর্মন, সিশেলস ম্যাচে শুরু থেকে সুযোগ পাচ্ছেন তিনি।।

প্রায় ৮ বছরের বিরতির পর দলে ফেরা ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবকেও সেরা একাদশে জায়গা দিয়েছেন কোচ।