লন্ডনের ক্লাবটিতে ৭ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই স্প্যানিয়ার্ড।
Published : 05 Aug 2023, 10:43 PM
এদুয়াঁ মঁদি ক্লাব ছাড়ার পর থেকে নতুন গোলরক্ষকের সন্ধানে ছিল চেলসি। নতুন মৌসুম শুরুর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে লন্ডনের ক্লাবটি দলে টানল স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেসকে।
সাত বছরের চুক্তিতে সানচেসের যোগ দেওয়ার বিষয়টি শনিবার এক বিবৃতিতে জানায় চেলসি। ট্রান্সফার ফি উল্লেখ করেনি তারা।
তবে ইএসপিএনের এক প্রতিবেদন অনুযায়ী, ২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।
চলতি গ্রীষ্মের দলবদলে চেলসি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে নাম লেখান মঁদি। তার জায়গায় মাওরিসিও পচেত্তিনোর দলে যোগ দিলেন সানচেস। একাদশে জায়গার জন্য তাকে লড়তে হবে আরেক স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগার সঙ্গে।
২০১৩ সালে ব্রাইটনের একাডেমিতে যোগ দেন সানচেস। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন ৮৭টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন সানচেস।
হতাশাজনক ২০২২-২৩ মৌসুমের পর আসছে মৌসুমকে সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। এই দলবদলে দলটিতে যোগ দিয়েছেন সানচেস, ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুসহ আরও কয়েকজন। ক্লাব ছেড়ে গেছেন কাই হাভার্টজ, মাতেও কোভাচিচ, সেসার আসপিলিকুয়েতা ছাড়া আরও কিছু খেলোয়াড়।