আইসিইউয়ে ভর্তি, এরপর কোমায় চলে যাওয়া এবং সবশেষে মাথায় অস্ত্রোপচারের পর এবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পিএসজির এই গোলরক্ষক।
Published : 18 Aug 2023, 10:57 PM
জীবনের খুব কঠিন একটা সময় পার করেছেন সের্হিও রিকো। মাথায় সফল অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন পিএসজির এই গোলরক্ষক। শুক্রবারই তার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা।
গত ২৮ মে স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় রিকোর। বেকায়দায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মাথায়। এরপর সেভিয়ার একটি হাসপাতালে তাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ারে। সেখানেই কোমায় চলে যান এই স্প্যানিয়ার্ড।
২২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে তার। গত ৫ জুলাই ২৯ বছর বয়সী রিকোকে সরিয়ে নেওয়া হয় অন্য ওয়ার্ডে। এরপর ৩ অগাস্ট জানানো হয়, তার মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। শুরু হয় তার পুরোপুরি সেরে ওঠার পালা। অবশেষে মিলল সেই সুখবর।
সেভিয়া থেকে ২০২০ সালে পিএসজিতে যোগ দেন রিকো। প্যারিসের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফুটবল মাঠে ফিরতে নিশ্চিতভাবেই এখনও অনেক সময় লাগবে তার।
সেভিয়া, পিএসজি ছাড়াও রিকো খেলেছেন ফুলহ্যাম ও মায়োর্কার হয়ে। ২০১৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় তার। ওই একটি ম্যাচের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলা হয়নি তার।