ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের

দ্বিতীয় কোয়ার্টারের দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 05:40 PM
Updated : 23 May 2023, 05:40 PM

গোলের অপেক্ষা ফুরাল ২২তম মিনিটে। সেই গোলের রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করল বাংলাদেশ। স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভসূচনা করল মামুনুর রশীদের দল।

সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।

উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছে মালয়েশিয়া।

গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।

দুটিই ফিল্ড গোল। ২২তম মিনিটে তাসিন আলি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।

এই প্রতিযোগিতায় ২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।