খেলা বন্ধ ৪০ মিনিট, ঊষাকে প্রথম হারের স্বাদ দিল আবাহনী

তৃতীয় কোয়ার্টারে ঊষা ক্রীড়া চক্রের একটি গোল রিভিউতে বাতিল হওয়ায় মাঠে উত্তেজনা ছড়ায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 01:29 PM
Updated : 10 March 2024, 01:29 PM

বাংলাদেশের হকিতে রেফারির সিদ্ধান্ত বা রিভিউকে কেন্দ্র করে খেলা বন্ধ থাকা বিরল দৃশ্য নয় মোটেও। আবাহনী ও ঊষা ক্রীড়া চক্রের মুখোমুখি লড়াইয়েও দেখা গেল তা। খেলা বন্ধ থাকল ৪০ মিনিট! শেষ পর্যন্ত ঊষাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আবাহনী। 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার ২-১ গোলে ঊষাকে হারায় আবাহনী। দিলকুশাকে ১০-১ গোলে উড়িয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছিল তারা। 

শিরোপাধারী মেরিনার ইয়াংসকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা ঊষা চক্র পেল প্রথম হারের তেতো স্বাদ। 

দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে নবম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারেও ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 

প্রথম দুই কোয়ার্টারে আক্রমণভাগে মলিন ঊষা ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় তৃতীয় কোয়ার্টারে; ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ শরিক। 

এই কোয়ার্টারের শেষ দিকে আবারও জালের দেখা পায় ঊষা। তবে রিভিউতে সেটি বাতিল হলে উত্তেজনা ছড়ায়। খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিট! ঊষার গোলের পক্ষে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত দিলেও রিভিউতে দেখা যায় হিট নেয়ার আগেই সেটি ফাউল ছিল। শেষ পর্যন্ত রিভিউয়ের সিদ্ধান্ত মেনে দু’দল পুনরায় খেলায় ফেরে। কিন্তু পরে আর ঊষা পায়নি সমতাসূচক গোলের দেখা।