মারাকানার হল অব ফেমে মেসি

ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়ামটির হল অব ফেমে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়কের পায়ের ছাপ রাখা হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 12:31 PM
Updated : 21 Dec 2022, 12:31 PM

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের হল অব ফেমে আর্জেন্টিনা অধিনায়কের পায়ের ছাপ রাখতে চায় তারা।

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গত রোববার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তিন যুগের অপেক্ষার অবসান ঘটেছে তাদের। অবশেষে বিশ্ব জয়ের স্বাদ পেয়েছেন মেসি।

আট বছর আগে মারাকানা স্টেডিয়ামেই বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছিল মেসির সামনে। ২০১৪ আসরের ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরেছিল আর্জেন্টিনা।

গত বছর এই মাঠে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরায় ঘোচায় আলবিসেলেস্তেরা। জাতীয় দলের হয়ে প্রথম শিরোপার স্বাদ পান ক্লাব ফুটবলে প্রায় সবকিছুই জেতা মেসি।

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী সংস্থা রিও ডি জেনিরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্সের প্রেসিডেন্ট আদ্রিয়ানো সান্তোস আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো চিঠিতে মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন।

“মেসি এরই মধ্যে মাঠে ও মাঠের বাইরে তার গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি বছরের পর বছর ধরে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ স্তরে আছেন। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। মোট কথা, মেসি বল পায়ে একজন জিনিয়াস।”

২০১৪ সালের আগে ১৯৫০ বিশ্বকাপের ‘ফাইনাল’ও হয়েছিল মারাকানায়। সেবার স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আমেরিকার আরেক দেশ উরুগুয়ে।

মারাকানার হল অব ফেমে মেসির পায়ের ছাপ রাখা হলে ব্রাজিলিয়ান গ্রেট পেলে, গারিঞ্চা, রিভালদো, রোনালদোর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার দেয়ান পেতকোভিচ, পর্তুগালের ইউজেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আব্রেউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাউয়ারদের পাশে বসবেন তিনি।