৫ গোলের লড়াইয়ে রেড স্টার বেলগ্রেডকে হারাল পেপ গুয়ার্দিওলার দল।
Published : 14 Dec 2023, 12:45 AM
মাইকা হ্যামিল্টন ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেক রাঙালেন গোল করে। ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেলেন অস্কার বব। রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে পাঁচ গোলের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে তাদের অন্য গোলটি করেন কেলভিন ফিলিপস।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সিটির নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। চলতি আসরে দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতল তারা। আগের দিন প্রথম দল হিসেবে ‘ছয়ে ছয়’ করে রেয়াল মাদ্রিদ।
দ্বিতীয় ইংলিশ দল হিসেবে এই কীর্তি গড়ল সিটি। ২০২১-২২ মৌসুমে ফাইনালে খেলার পথে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেয়েছিল লিভারপুল।
প্রিমিয়ার লিগে গত শনিবার লুটন টাউনকে ২-১ গোলে হারানো ম্যাচ থেকে বেলগ্রেডের বিপক্ষে একাদশে ৯টি পরিবর্তন আনেন গুয়ার্দিওলা।
১৯তম মিনিটে গোলের জন্য প্রথম শটেই সাফল্য পায় সিটি। মাথিয়াস নুনেসের পাস বক্সের বাইরে পান হ্যামিল্টন। ভেতরে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান নুনেস। ভালো পজিশনে বল পেয়েও বাইরে মারেন অরক্ষিত পর্তুগিজ মিডফিল্ডার। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যামিল্টনের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইডে পা ছোঁয়াতে পারেননি বব।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুটি সুযোগ পায় বেলগ্রেড। ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন সিটির গোলরক্ষক স্তেফান ওর্তেগা।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বব। রিকো লুইসের পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন নরওয়ের ২০ বছর বয়সী স্ট্রাইকার।
৭০তম মিনিটে বেলগ্রেডের একটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। এর চার মিনিট পর গোলের দেখা পায় দলটি। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শটে সমতা টানেন হোয়াং ইন-বিওম।
৮৪তম মিনিটে বেলগ্রেডের বক্সে হ্যামিল্টন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন ফিলিপস।
৮৮তম মিনিটে স্বাগতিকদের আরেকটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। যোগ করা সময়ের শুরুতে দ্বিতীয় দফা ব্যবধান কমায় দলটি। গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আলেক্সান্দার কাতাই।
এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে আগেই শেষ ষোলোর টিকেট পাওয়া লাইপজিগ বুধবার ইয়াং বয়েজকে ২-১ গোলে হারিয়েছে। সিটির পয়েন্ট ১৮, লাইপজিগের ১০।
৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে খেলবে ইয়াং বয়েজ। বেলগ্রেডের পয়েন্ট ১।