গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন এই ফরাসি ফরোয়ার্ড।
Published : 08 Aug 2023, 10:54 PM
নতুন মৌসুম শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কা চেলসি শিবিরে। হাঁটুতে অস্ত্রোপচারের পর অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু।
গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এনকুনকু। নবম মিনিটে হাঁটুতে চোট পান তিনি। এরপর অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যাওয়ার পর বিরতির আগে তাকে তুলে নেন মাওরিসিও পচেত্তিনো।
ওই সময়ে ইংলিশ ক্লাবটির কোচ পচেত্তিনো ধারণা করেছিলেন, এই ফরাসির চোট খুব বড় কিছু নয়। মঙ্গলবার এক বিবৃতিতে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের অস্ত্রোপচারের কথা জানায় চেলসি। কবে তিনি মাঠে ফিরতে পারেন, সেটা বলা হয়নি।
তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন এনকুনকু।
চলতি গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে চেলসিতে যোগ দেন এনকুনকু। যুক্তরাষ্ট্রে দলটির প্রাক-মৌসুম প্রস্তুতিতে ভালো খেলেন তিনি। পাঁচ ম্যাচে গোল করেন তিনটি। তার চোট তাই চেলসির জন্য দুর্ভাবনার কারণ হতে পারে।
আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে চেলসি।
সবশেষ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে চেলসি গোল করতে পারে স্রেফ ৩৮টি। লিগ শেষ করে দ্বাদশ স্থানে থেকে। যা ১৯৯৩-৯৪ মৌসুমের পর ক্লাবটির সবচেয়ে বাজে ফলফল।