আন্তর্জাতিক ফুটবল
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে আরও একজন খেলোয়াড় হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা।
Published : 07 Oct 2024, 09:15 PM
আর্জেন্টিনার চোটে পড়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। হাঁটুর চোটে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে এবার ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। তার বদলি হিসেবে ডাক পেলেন আরেক উইঙ্গার ফাকুন্দো বুনানোত্তি।
দলের সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার গার্নাচোর বাম হাঁটুতে চোটের কথা জানায় আর্জেন্টিনা। আগের দিন প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে অবশ্য পুরোটা সময়ই খেলেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
আসন্ন দুই ম্যাচের জন্য গত সপ্তাহে কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৭ জনের দল থেকে এই নিয়ে চার জন ফুটবলার ছিটকে গেলেন চোটের কারণে। আগের তিন জন হলেন দুই ফরোয়ার্ড নিকোলাস গনসালেস, পাওলো দিবালা ও ডিফেন্ডার মার্কোস আকুনা। আকুনার বদলি হিসেবে ডাক পান হুলিও সোলের।
ব্রাইটন থেকে এই মৌসুমে ধারে লেস্টার সিটির হয়ে খেলা ১৯ বছর বয়সী বুনানোত্তি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ।
আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।