৩৪ বছর বয়সী আহমেদ আবু আল-আতা গাজা উপত্যকার দল আল-আহলি গাজার হয়ে খেলতেন।
Published : 23 Jun 2024, 08:36 PM
গাজায় নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী ও দুই সন্তানসহ নিহত হয়েছেন ফিলিস্তিনের ফুটবলার আহমেদ আবু আল-আতা। তাদের সঙ্গে একজন চিকিৎসা কর্মীও মারা গেছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) শনিবার বিবৃতিতে জানায় এই খবর। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বিমান হামলা হয় শুক্রবার। তবে পিএফএ কোনো দিনের উল্লেখ করেনি।
৩৪ বছর বয়সী আবু আল-আতা ছিলেন ডিফেন্ডার। গাজা উপত্যকার দল আল-আহলি গাজার হয়ে খেলতেন তিনি।
পিএফএ গত সোমবার আন্তর্জাতিক রেফারি হানি মেসমেহর মৃত্যুর খবর দিয়েছিল। মে মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি।
ফিলিস্তিনি অলিম্পিক কমিটির সভাপতি জিব্রিল রাজউব এই মাসে জানান, গাজায় গত বছরের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে তিনশর বেশি ক্রীড়াবিদ, রেফারি ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। ভেঙে পড়েছে খেলাধুলার সকল সুযোগ-সুবিধা।
এর মধ্যে মার্চে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ফুটবলার মোহামেদ বারাকাত। গত ফেব্রুয়ারিতে হামলায় স্ত্রী ও চার সন্তানসহ নিহত হন ফিফার আন্তর্জাতিক সহকারী রেফারি মোহামেদ খাত্তাব।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৩৭ হাজার ৫৯৮ জন ফিলিস্তিনি নিহত ও ৮৬ হাজার ৩২ জন আহত হয়েছেন।