ইংলিশ ফুটবল
টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিলেও দলকে নিয়ে গর্বিত মিকেল আর্তেতা।
Published : 13 Jan 2025, 05:27 PM
বলের দখল ও গোলের জন্য শট নেওয়া- সবকিছুতে একচেটিয়া আধিপত্য আর্সেনালের। কিন্তু ম্যাচ শেষে পরাজিত দল তারাই। প্রায় এক ঘন্টা ১০ জন নিয়ে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে না পারাটা তাই অবিশ্বাস্য ঠেকছে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে।
এমিরেটস স্টেডিয়ামে রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে গোলশূন্য প্রথমার্ধের পর ব্রুনো ফের্নান্দেসের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ৬১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ডিফেন্ডার দিয়োগো দালোত। একটু পরই সমতা টানেন গাব্রিয়েল মাগালিয়াইস।
মিনিট দশেকের মধ্যে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল। কিন্তু মার্টিন ওডেগোরের স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক আলতাই বায়িনদির।
এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ নষ্ট করে আর্সেনাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ স্কোরলাইনের পর টাইব্রেকারে ৫-৩ গোলে হারে তারা।
১২০ মিনিটের লড়াইয়ে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে আর্সেনাল। সেখানে মাত্র সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড।
ম্যাচে দুটি সহজ সুযোগ নষ্ট করা জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ ব্যর্থ হন টাইব্রেকারেও। আর্তেতার বিশ্বাসই হচ্ছে না যে তারা হেরেছেন।
“এই ম্যাচ জিততে না পারাটা অবিশ্বাস্য। যা আমাদের প্রাপ্য ছিল, তা আমরা পাইনি। আমরা একবার বল জালে জড়াতে পেরেছি। যতগুলো সুযোগ পেয়েছি, গোলের মুহূর্ত এসেছে, সঙ্গে পেনাল্টিও, কিন্তু আরেকবার আমরা সেটা পারিনি। আমরা খুব কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।”
প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে। আর্তেতার আশঙ্কা, লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
“প্রচণ্ড ব্যথা নিয়ে তাকে স্ট্রেচারে মাঠের বাইরে যেতে হয়েছে, সে হাঁটু চেপে ধরে রেখেছিল, ভালো মনে হচ্ছে না।”
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল।