ইংলিশ ফুটবল
পুরোনো ঠিকানা ম্যানচেস্টার সিটিতে ফেরা এই তারকা ফিরে তাকালেন এক বছরের বার্সেলোনায় অধ্যায়ে।
Published : 21 Sep 2024, 08:13 AM
২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনার সেরা খেলোয়াড়দের একজন ছিলেন ইলকাই গিন্দোয়ান। অনেকের মতে, শাভি এর্নান্দেসের দলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় ছিলেন তিনি। শিরোপাহীন মৌসুম কাটলেও কাতালান দলটির জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয় এই জার্মান মিডফিল্ডারের। তবে পথচলাটা লম্বা হয়নি। বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে একরকম ‘বাধ্য’ হয়ে তাকে ক্লাব ছাড়তে হয় এক মৌসুমেই। পুরোনো ঠিকানা ম্যানচেস্টার সিটিতে ফেরা গিন্দোয়ান পেছনে তাকিয়ে বললেন, বার্সেলোনা অধ্যায়ে কোনো কিছু নিয়ে আক্ষেপ নেই তার।
ম্যানচেস্টার সিটি ছেড়ে ২০২৩ সালের জুনে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গিন্দোয়ান। তিনি ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও, গত মৌসুম দলগতভাবে ভালো কাটেনি বার্সেলোনার। চাকরি হারাতে হয় কোচ শাভিকে। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় হান্সি ফ্লিককে।
৩৩ বছর বয়সী গিন্দোয়ান গত মাসে সিটিতে ফেরেন, যেখানে ট্রেবল জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মূলত ক্লাবের আর্থিক সমস্যার কারণে গিন্দোয়ানকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। লা লিগার দলটিতে সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।
বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৫১ ম্যাচ খেলে ৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১৪টি।
প্রিমিয়ার লিগে রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’কে দেওয়া সাক্ষাৎকারে গিন্দোয়ান বললেন, শিরোপা জিততে না পারলেও সফল সময়ই কেটেছে তার বার্সেলোনায়।
“আমি মনে করি, বার্সেলোনায় সফল অধ্যায় কাটিয়েছি। বিশ্বের বড় দলগুলোর একটির হয়ে খেলেছি। আমার শৈশবের একটি স্বপ্ন পূরণ করেছি- বার্সার হয়ে খেলা এবং সেই ব্যাজ পরা।”
“লোকে হয়তো গত মৌসুমের দিকে ফিরে তাকায় এবং মনে করে যে, আমরা কিছুই জিততে পারিনি, এটা সত্যি। কিন্তু যদি আমাদের পারফরম্যান্স দেখেন, মৌসুম শেষে আমাদের ৮৫ পয়েন্ট ছিল... আগের বছর যখন আমরা লা লিগা জিতেছিলাম, তার থেকে মাত্র ৩ পয়েন্ট কম। আমরা খুব কঠিন রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছি।”
ভিন্ন পরিস্থিতিতে সবকিছু অন্যরকম হতে পারত বলে মনে করেন গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো গিন্দোয়ান।
“বার্সেলোনায় খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অন্য পরিস্থিতিতে হয়তো সবকিছু ভিন্ন হতে পারত। কঠিন সময় ছিল, তবে চমৎকার। তাই আমি কোনো কিছুতেই আফসোস করি না।”