উয়েফা নেশন্স লিগ
এমন ভুলের জন্য ‘ডেটাবেসের প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
Published : 07 Nov 2024, 10:43 PM
উয়েফা নেশন্স লিগে আসছে দুই ম্যাচের দল নিয়ে মস্ত বড় এক ভুল করে বসেছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ওয়েবসাইটে দেওয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় লাটভিয়ার এক খেলোয়াড়কে। দ্রুতই অবশ্য তালিকা সংশোধন করে ফেলে তারা।
বসনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। আন্টোনিও রুডিগার, কাই হাভার্টজদের পাশাপাশি লাটভিয়ার স্ট্রাইকার দারিও সিটসের নাম তালিকাভুক্ত ছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে।
২০ বছর বয়সী সিটস বর্তমানে খেলেন নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল হেলমন্ড স্পোর্টের হয়ে। ইতালিয়ান ক্লাব পার্মা থেকে ধারে ডাচ দলটিতে আছেন তিনি। লাটভিয়ার হয়ে গত মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ সালে তিনি খেলেছিলেন জার্মানি অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে।
দ্রুতই তালিকা থেকে সিটসের নাম সরিয়ে ফেলে জার্মান ফেডারেশন। আর ওই ভুলের জন্য ‘ডেটাবেসের প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করেছে তারা।