যথাসময়ে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
Published : 21 Apr 2025, 06:23 PM
রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুর প্রভাব পড়েছে ইতালিয়ান ফুটবলেও। দেশটির শীর্ষ লিগ সেরি আ’র সোমবারের চার ম্যাচের সবকটি স্থগিত করা হয়েছে।
তোরিনো ও উদিনেজে, কালিয়ারি ও ফিওরেন্তিনা, জেনোয়া ও লাৎসিও, পার্মা ও ইউভেন্তুসের মুখোমুখি হওয়ার কথা ছিল এদিন। লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যথাসময়ে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করা হবে।
ইতালিয়ান অলিম্পিক কমিটি জানিয়েছে, এই সপ্তাহে সকল ক্রীড়া ইভেন্ট শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা পোপ ফ্রান্সিস। রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে হাত নেড়ে ইস্টারের শুভকামনা জানিয়েছিলেন তিনি। পরদিনই তার মৃত্যুর খবর জানায় ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস একজন ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকে তিনি আর্জেন্টিনার দল সান লরেন্সোকে সমর্থন করতেন।
তার মৃত্যুর পর সেরি আর বেশ কয়েকটি ক্লাব শোক জানিয়েছে।