বিশ্বকাপ বাছাই
দ্বিতীয় দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকেট পেল নিউ জিল্যান্ড।
Published : 24 Mar 2025, 05:20 PM
গোলশূন্য প্রথমার্ধের পর ১৯ মিনিটের মধ্যে তিনবার নিউ ক্যালেডোনিয়ার জালে বল পাঠাল নিউ জিল্যান্ড। দারুণ জয়ে দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল তারা।
২০২৬ বিশ্বকাপের ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফাইনালে অকল্যান্ডে সোমবার ৩-০ গোলের জয়ে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
দ্বিতীয় দল হিসেবে বাছাই পেরিয়ে আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিল নিউ জিল্যান্ড। কদিন আগে এই টিকেট পায় এশিয়ার দেশ জাপান।
৪৮ দলের বিশ্বকাপ হবে আগামী বছরের জুন-জুলাইয়ে; কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। তিন স্বাগতিকের সঙ্গে সেখানে জায়গা নিশ্চিত করল দুই দল।
এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে খেলবে নিউ জিল্যান্ড। এর আগে ১৯৮২ ও ২০১০ আসরে অংশ নিয়েছিল তারা।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র দ্বীপ নিউ ক্যালেডোনিয়ার বিশ্বকাপে যাওয়ার আশা এখনই শেষ হয়ে যায়নি। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের আরেকটি সুযোগ পাবে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫২ নম্বরের দলটি।