বাংলাদেশের আরেক তারকা সাবিনা খাতুনের দল কিকস্টার্ট এফসির বিপক্ষে হেরেছে সানজিদা আক্তারের দল ইস্ট বেঙ্গল।
Published : 05 Feb 2024, 03:48 PM
‘সাবিনা আপুর জন্য শুভকামনা, কিন্তু আমি চাই আমার দল জিতুক’-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছিলেন সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলের বিপক্ষে কিকস্টার্ট এফসি জেতায় সানজিদার চাওয়া হলো না পূরণ!
ইন্ডিয়ান উইমেন’স লিগে সোমবার নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে সানজিদার দল ইস্ট বেঙ্গল।
যদিও দল হেরেছে, কিন্তু একটি চাওয়া অন্তত পূরণ হয়েছে সানজিদার। কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের হয়ে গোলের খাতা খুলতে পেরেছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার।
নিজের দ্বিতীয় ম্যাচে এসে গোল পেলেন সানজিদা। ইস্ট বেঙ্গলের জার্সিতে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান উইমেন’স লিগে অভিষেক হয় তার।
কিকস্টার্টের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন সানজিদা, কিন্তু তার দলের শুরুটা ভালো ছিল না মোটেও। দ্বিতীয় মিনিটে অরুনা বাগ এবং এরপর ৩১তম মিনিটে সোনিয়া মারাকের গোলে পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সানজিদা। বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার ফ্রি কিকে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি। কিন্তু ৫৫তম মিনিটে কারিশমা শিরভোইকারের গোলে কিকস্টার্ট ফের ব্যবধান বাড়িয়ে নেয়।
শেষ দিকে বদলি নামেন সাবিনা। বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড অবশ্য গোলের দেখা পাননি, তবে তার দল কিকস্টার্ট ওই ব্যবধান ধরে রেখেই জিতেছে।
লিগে এ নিয়ে ছয় ম্যাচ হারল ইস্ট বেঙ্গল। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ওড়িশা এফসির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তারা। ওড়িশা আবার এক ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গলের চেয়ে।