জুনিয়র এএইচএফ কাপ
টানা চার জয়ে জুনিয়র এএইচএফ কাপ হকির সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
Published : 20 Jun 2024, 09:12 PM
তৃতীয় মিনিটে ইন্দোনেশিয়ার গোলমুখ খুলে দিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর একের পর এক গোল করতে থাকল তার সতীর্থরা। টানা চার জয়ে গ্রুপ সেরা হয়ে জুনিয়র এএইচএফ কাপের সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় বৃহস্পতিবার ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। আব্দুল্লাহ করেন জোড়া গোল। বাকি পাঁচ গোলদাতা মেহরাব হোসেন, আমিরুল ইসলাম, দ্বীন ইসলাম ইমন, মোহাম্মদ জীবন ও মোহাম্মদ ইসলাম।
পুল-এ’র চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল দল। তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল ৪-২ গোলে।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে থাইল্যান্ড।
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ শনিবার মুখোমুখি হবে পুল ‘বি’-এর রানার্সআপ চাইনিজ তাইপের।