ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
বার্লিনের ফাইনালে হারের হতাশা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
Published : 15 Jul 2024, 08:08 AM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেরা ঝলকটা ইংল্যান্ড দেখায় কোল পালমারের সমতাসূচক গোলের সময়, কিন্তু সেই স্বস্তি উবে যেতেও সময় লাগেনি। স্পেনের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন আরেকবার গুঁড়িয়ে যাওয়ার হতাশা ফুটে উঠল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কণ্ঠে।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। নিকো উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর ইংলিশদের সমতায় ফেরান পালমার। তবে শেষদিকে তাদের স্বপ্ন ভেঙে ব্যবধান গড়ে দেন বদলি নামা মিকেল ওইয়ারসাবাল।
১২ বছর পর ইউরোর মুকুট ফিরে পেল স্পেন, জিতল চতুর্থ শিরোপা। এতদিন জার্মানির সাথে ভাগাভাগি করা সর্বোচ্চ ইউরো জয়ের রেকর্ডও নিজেদের করে নিল স্প্যানিশরা। যথারীতি এবারও সাফল্য বুভুক্ষ ইংল্যান্ডের খাতায় পড়ল না প্রাপ্তির আঁচড়।
আইটিভি’র সঙ্গে আলাপচারিতায় তাই কথাই খুঁজে পাচ্ছিলেন না কেইন। শেষ দিকে গোল হজম করা কোনোভাবে মেনে নিতে পারছেন না তিনি।
“এ মুহূর্তে কেমন অনুভব করছি, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। কঠিন ম্যাচ। আমরা ভালো খেলে ম্যাচে ফিরেছিলাম এবং সেখান থেকে গুছিয়ে নিতে সংগ্রাম করলাম। শেষ দিকে গোল হজম করা আসলেই মেনে নেওয়া কঠিন।”
“প্রথমার্ধে আমরা ভুগলাম। বল পায়ে রাখতে পারিনি আমরা। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হলো এবং আমরা গোলও পেলাম। এরপর ধরাশায়ী হলাম একটা ক্রস থেকে এবং এটাই ফল চূড়ান্ত করে দিল।”
গতবার ইতালির কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল। এবার স্পেনের কাছে। টানা দুই আসরে শিরোপার খুব কাছে এসেও না পাওয়ার বেদনায় কাতর কেইন।
“পুরো টুর্নামেন্টেই আমরা পেছনে থেকে শেষ করছি…পরবর্তী পদক্ষেপটা নিতে পারিনি এবং জিততেও পারিনি ।”
“একটা সুযোগ নষ্ট হলো। এই ফাইনালগুলোয় ওঠা সহজ নয়। যখন সুযোগটা আসবে, তখন সেটা আপনাকে লুফে নিতে হবে, কিন্তু আমরা আবারও সেটা নিতে পারলাম না। এটা আসলেই ভীষণ কষ্টাদায়ক এবং দীর্ঘদিন কষ্ট দেবে।”