মেরুদণ্ডের নিচের দিকের অংশের চোটে ভুগছেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার।
Published : 01 Jan 2024, 05:24 PM
পিঠের চোটে ভুগছেন বার্সেলোনার ডিফেন্ডার মার্কোস আলোনসো। সেরে উঠতে তাকে যেতে হবে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। কাতালান ক্লাবটি জানিয়েছে, শিগগিরই অস্ত্রোপচার করানো হবে স্প্যানিশ এই ফুটবলারের।
গত নভেম্বরে শাখতার দেনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগ গ্রুপ পর্বের ম্যাচের পর আর খেলেননি আলোনসো। এরপর থেকে মাঠের বাইরে আছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, মেরুদণ্ডের নিচের দিকের অংশের চোটে পড়েছেন আলোনসো। অস্ত্রোপচারের পরই তার অবস্থা নিয়ে বিস্তারিত জানাবে বার্সেলোনা।
ইংলিশ ক্লাব চেলসি থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে বার্সেলোনায় যোগ দেন আলোনসো। লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন তিনি। এর মধ্যে চলতি মৌসুমে খেলেছেন কেবল ৭ ম্যাচ।
এবারের লা লিগায় বর্তমানে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। আগামী বৃহস্পতিবার লিগ ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হবে তারা।