ইতালিয়ান ফুটবল
এসি মিলানে ইতালিয়ান এই কোচের শেষটা ভালো না হলেও, তার হাত ধরে দারুণ কিছু সাফল্য পেয়েছে ক্লাবটি।
Published : 24 May 2024, 05:10 PM
হতাশাময় মৌসুম শেষে দল ছেড়ে যাচ্ছেন এসি মিলান কোচ স্তেফানো পিওলি। চলতি মৌসুম শেষে তার সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
এবারের সেরি আয় শিরোপা লড়াই অনেক আগেই শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে অনেক পেছনে থেকে রানার্সআপ হতে যাচ্ছে মিলান। ৩৭ রাউন্ড শেষে ইন্টারের পয়েন্ট ৯৩, দুইয়ে থাকা মিলানের পয়েন্ট ৭৪।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ইউরোপা লিগে তারা কোয়ার্টার-ফাইনালে ওঠে; সেখানে রোমার বিপক্ষে দুই লেগেই হারে দলটি। আর ঘরোয়া ফুটবলের আরেক টুর্নামেন্ট ইতালিয়ান কাপে ছিটকে পড়ে কোয়ার্টার-ফাইনাল থেকে, আতালান্তার বিপক্ষে হেরে।
অবশ্য শেষটা খারাপ হলেও, পিওলির কোচিংয়ে দারুণ কিছু সাফল্য পেয়েছে মিলান। দিয়েছে আবারও শীর্ষ পর্যায়ে উঠে আসার বার্তা। ২০১৯ সালে দায়িত্ব নেওয়া এই ইতালিয়ানের হাত ধরে এক দশকের বেশি সময় পর ২০২১-২২ সেরি আয় চ্যাম্পিয়ন হয় দলটি। এছাড়া ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
পিওলিকে দেওয়া ক্লাবের বিদায়ী বার্তায়ও উঠে এসেছে সেই সাফল্যের কথা।
“ক্লাবের সিনিয়র দলকে পাঁচ বছর নেতৃত্ব দেওয়া স্তেফানো পিওলি ও তার পুরো কোচিং স্টাফদের হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাচ্ছে এসি মিলান। তাদের কোচিংয়ে এসি মিলান স্মরণীয় একটি লিগ শিরোপা জিতেছে এবং ইউরোপিয়ান ফুটবলে পুনরায় ধারাবাহিক পারফরম্যান্স করেছে।”
মৌসুমের শেষ লিগ ম্যাচে শনিবার ঘরের মাঠে সালেরনিতানার বিপক্ষে খেলবে এসি মিলান।