জামিনের শর্ত ভাঙায় গত ১৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে।
Published : 19 Oct 2022, 10:14 PM
জামিনের শর্ত ভাঙার দায়ে কদিন আগে গ্রেপ্তার হওয়া ম্যাসন গ্রিনউড আবারও ছাড়া পেয়েছেন। বুধবার রুদ্ধদ্বার শুনানির পর জামিন পান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।
বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত জানুয়ারির শেষ দিকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল গ্রিনউডকে। হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও তখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।
পরে তিনি জামিনে মুক্ত হন। গত জুনে তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু শর্ত অমান্য করায় গত ১৫ অক্টোবর গ্রিনউডকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে রুদ্ধদ্বার শুনানির পর বুধবার গ্রিনউডকে জামিন দেওয়া হয়।
গ্রিনউড বা তার প্রতিনিধি এসব অভিযোগের বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেননি।
জামিনে মুক্ত থাকলেও ফুটবলে খুব শিগগিরই হয়তো ফেরা হচ্ছে না গ্রিনউডের।
গুরুতর ওই অভিযোগ ওঠার পরপরই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত গত শনিবার জানায় ইউনাইটেড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখনও মাঠে নামা হয়নি ২১ বছর বয়সী এই ফুটবলারের।