কোপা আমেরিকায় মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কানাডা

ব্রাজিলের গ্রুপে পড়েছে প্লে-অফ পেরিয়ে আসা আরেক দল কোস্টা রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2024, 05:29 PM
Updated : 24 March 2024, 05:29 PM

কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। 

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্য দেশের সঙ্গে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (কনক্যাকাফ) থেকে খেলবে ৬টি দেশ। মোট ১৬ দলের ১৪টি নিশ্চিত হয় আগেই। গত ডিসেম্বরে আসরের ড্রও হয়ে যায়। এবার প্লে-অফ পেরিয়ে শেষ দুটি দল হিসেবে জায়গা নিশ্চিত করল কানাডা ও কোস্টা রিকা। 

বাংলাদেশ সময় রোববার টেক্সাসে কনক্যাকাফ নেশন্স লিগের প্লে-অফে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা। আরেক প্লে-অফে হন্ডুরাসের বিপক্ষে ৩-১ গোলে জেতে কোস্টা রিকা। 

‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, পেরু ও চিলির সঙ্গী হয়েছে কানাডা। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে যোগ হয়েছে কোস্টা রিকা। 

‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, একুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা। ‘সি’ গ্রুপের চার দল যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। 

আটলান্টায় ২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মায়ামিতে ১৪ জুলাই হবে ফাইনাল।