বিশ্বকাপ জয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রেকর্ড গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক।
Published : 19 Dec 2022, 07:49 PM
কাতার বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। দেশের ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তিনি পেয়েছেন প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ। এবার মাঠের বাইরে আরেক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
লুসাইল স্টেডিয়ামে রোববারের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ মুকুট পরে আর্জেন্টিনা। পরে উদযাপনের কয়েকটি ছবিসহ ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মেসি।
বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা পর্যন্ত সেই পোস্টে ‘লাইক’ পড়েছে ৪ কোটি ৩৭ লাখের বেশি। ইনস্টাগ্রামে কোনো ক্রীড়াবিদের পোস্টে সবচেয়ে বেশি লাইক এর রেকর্ড এটি। মেসি ভেঙে দিয়েছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড।
আগের রেকর্ডের পোস্টের অংশও ছিলেন মেসি। বিশ্বকাপ শুরুর আগে একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে দুজনের ‘দাবা খেলায় মগ্ন’ থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেসি ও রোনালদো। মূলত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা হয়েছিল ছবিটি। ইনস্টাগ্রামে রোনালদোর ওই পোস্টে লাইক পড়েছিল ৪ কোটি ২০ লাখ।