চ্যাম্পিয়ন্স লিগ
সমর্থকদের এই ধরনের ব্যানার ক্লাবকে প্রতিনিধিত্ব করে না বলেও উল্লেখ করেছে বায়ার্ন মিউনিখ।
Published : 28 Nov 2024, 01:20 AM
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলাকালীন আলিয়াঞ্জ অ্যারেনায় পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বায়ার্ন মিউনিখের সমর্থকদের ব্যানার প্রদর্শনের জন্য দুঃখ প্রকাশ করেছে জার্মান ক্লাবটি। এই ধরনের ব্যানার ক্লাবকে প্রতিনিধিত্ব করে না বলেও উল্লেখ করেছে তারা।
বায়ার্ন ও পিএসজির ম্যাচে মঙ্গলবার ঘটে ওই ঘটনা। ব্যানারে প্রশ্ন তোলা হয়, খেলাইফি কীভাবে একসঙ্গে একটি ক্লাবের মালিক, উয়েফা নির্বাহী কমিটির সদস্য, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও একটি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান হতে পারেন। তাকে ‘অভিজাত গোষ্ঠীর শাসক’ হিসেবে উল্লেখ করা হয়।
ওই ঘটনার জন্য বুধবার বিবৃতি দিয়ে খেলাইফির কাছে দুঃখ প্রকাশ করে বায়ার্ন।
“ক্লাব স্পষ্ট করতে চায় যে, এই ব্যানারগুলো এফসি বায়ার্নের অনুমোদিত নয় এবং ক্লাবের অবস্থান প্রতিফলিত করে না।”
অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা পিএসজির বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জেতে বায়ার্ন।