এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই
এই হারে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই উৎরানোর আশা শেষ মারুফুল হকের দলের।
Published : 27 Sep 2024, 08:19 PM
শুরুতেই পিছিয়ে পড়ল বাংলাদেশ। এরপর গোলরক্ষক ইসমাইল মাহিনের ভুলে ব্যবধান হলো দ্বিগুণ। দিশেহারা বাংলাদেশ পথে ফেরার ইঙ্গিত দিল পিয়াস আহমেদের গোলে; কিন্তু পরে আর পেল না পথের দিশা। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ভিয়েতনামের বিপক্ষে হারল মারুফুল হকের দল।
ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে বাছাইয়ে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল যুবারা। সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে ‘এ’ গ্রুপে যাত্রা শুরুর পর গুয়ামের বিপক্ষে ২-২ ড্র করেছিল বাংলাদেশ।
রক্ষণের ভুলে চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডান দিক থেকে আসা হোয়াং মিনহ তিয়েনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলের গতি-প্রকৃতি বুঝেই উঠতে পারেননি শাকিল তপু; বল এই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জড়ায়।
ব্যবধান দ্বিগুণ হওয়া গোলের দায় গোলরক্ষক মাহিনের। আসাদুল ইসলাম সাকিবের ব্যাক পাস পর্যাপ্ত সময় পেলেও তিনি ক্লিয়ার করতে পারেননি। তিয়েনকে ডজ দিতে গিয়ে নিজেই বোকা বনে যান গোলরক্ষক; ভিয়েতনামের এই ফরোয়ার্ড সুযোগসন্ধানী টোকায় সারেন কাজটুকু।
এত ভুলের মাঝে ৪১তম মিনিটে একটু হাসির উপলক্ষ এনে দেন নোভা। বাম দিক থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রসে নিখুঁত হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। বাংলাদেশও পায় ঘুরে দাঁড়ানোর পথ।
পরের মিনিটেই অবশ্য সেই পথ কঠিন করে তোলেন কুয়াং দুয়েত। বক্সের বাইরে থেকে এই মিডফিল্ডারের জোরাল ভলি লাফিয়ে ওঠা মাহিনকে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।
৮২তম মিনিটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষই হয়ে যায়। বক্সের একটু ওপর থেকে কং ফুওংয়ের নিচু ফ্রি কিক কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভিয়েতনামের।
বাংলাদেশের বাছাই পেরুনোর আশাও শেষ হয়ে গেল এই হারে। তিন ম্যাচ ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে তারা। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী রোববার ভুটানের মুখোমুখি হবে যুবারা।
বাছাইয়ের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল পাবে মূল পর্বে খেলার টিকেট।