স্প্যানিশ ফুটবল
৭২ ঘণ্টার কম বিরতিতে লা লিগায় আর কোনো ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 28 Mar 2025, 08:57 PM
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগার সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কার্লো আনচেলত্তি স্পষ্ট বলে দিয়েছিলেন, ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলবে না রেয়াল মাদ্রিদ। বিরতি শেষে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগের হুমকি থেকে যেন একটু সরে এলেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। বললেন, কম বিরতির অবশ্যই যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারানোর ৬৭ ঘণ্টা পর গত ১৫ মার্চ লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইউরোপের সফলতম দলটি।
ওই ম্যাচে ২-১ গোলে জয়ের পর আনচেলত্তি বলেছিলেন, “আমার ধারণা, আজকেই আমরা ৭২ ঘণ্টার কম বিরতিতে শেষ কোনো ম্যাচ খেললাম। এর পর আমরা এর চেয়ে কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলব না।”
লিগে রোববার লেগানেসের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়, তার আগের বক্তব্যে তিনি এখনও স্থির আছেন কি না।
“আমাকে একটা বিষয় যোগ করতে হবে: (কম বিরতির) যুক্তিসঙ্গত কারণ না থাকলে আমরা খেলব না। কখনও কখনও অনেক কারণে একটি সূচি পরিবর্তন করা যায় না। ভিয়ারেয়াল ম্যাচের সূচি পরিবর্তন করা যেতে পারত, কারণ অন্য দল সম্মত হয়েছিল এবং সম্প্রচারকরাও তাই চেয়েছিল। একমত হয়নি শুধুমাত্র লা লিগা। এর কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না। যদি কোনো ম্যাচের সূচি পরিবর্তন করার সুযোগ থাকে এবং তারা তা না করে, তাহলে আমরা খেলব না।”