চোটে নরওয়ে দল থেকে ছিটকে গেলেন হলান্ড

কুঁচকিতে চোট পেয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 11:08 AM
Updated : 21 March 2023, 11:08 AM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নামার আগে বড় ধাক্কা নরওয়ে দলে। কুঁচকিতে চোট পাওয়ায় স্পেন ও জর্জিয়ার বিপক্ষে আসছে ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।

নরওয়ে ফুটবল ফেডারেশন মঙ্গলবার হলান্ডের চোটের বিষয়টি জানায়। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বার্নলির বিপক্ষে সিটির ৬-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই তারকা, করেন হ্যাটট্রিক।

চলতি মৌসুমে সিটির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পেয়েছেন ৪২ বার।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল করা হলান্ডের ছিটকে পড়া নরওয়ের স্কোয়াডে অনেক বড় ঘাটতি। বাছাইপর্বে ‘এ’ গ্রুপে দলটির সঙ্গী সাইপ্রাস, জর্জিয়া, স্কটল্যান্ড ও স্পেন।

প্রথম ম্যাচে আগামী শনিবার স্পেনের বিপক্ষে খেলবে নরওয়ে। এরপর ২৮ মার্চ জর্জিয়ার মুখোমুখি হবে তারা।