প্যারিসে অ্যাথলেটিক্সের ৪৮ ইভেন্টের বিজয়ীরা প্রত্যেকে পাবেন ৫০ হাজার ডলার করে।
Published : 10 Apr 2024, 06:42 PM
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন অলিম্পিকের সুদীর্ঘ ইতিহাসে আসতে যাচ্ছে পরিবর্তন। প্রতিযোগিতাটির ১২৮ বছরের ইতিহাসে অ্যাথলেটিক্স হতে যাচ্ছে প্রথম কোনো ডিসিপ্লিন, যেটার বিজয়ীরা পাবে অর্থ পুরস্কার।
বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বুধবার আসছে প্যারিস অলিম্পিকসে নতুন এই নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে।
আগামী জুলাই-অগাস্টে প্যারিসে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে মোট ৪৮টি ইভেন্ট হবে এবং প্রত্যেক চ্যাম্পিয়ন স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার ডলার করে পাবেন। এজন্য ২৪ লাখ ডলার প্রস্তুত রেখেছে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন।
রিলে ইভেন্টের বিজয়ীরা পুরস্কারের অর্থ ভাগাভাগি করবেন। রুপা ও বোঞ্জ জয়ীরা কোনো আর্থিক পুরস্কার পাবেন না।
তবে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে রুপা ও ব্রোঞ্জ জয়ীদেরও অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।