ইংলিশ ফুটবল
বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই এই জার্মানকে ফেরাতে পারাকে অপ্রত্যাশিত মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি কোচের।
Published : 24 Aug 2024, 04:39 PM
এমন নয় যে, খারাপ খেলছিলেন ইলকাই গিন্দোয়ান। বার্সেলোনা তাকে ধরেও রাখতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি আর্থিক কারণে। সেই সুযোগে জার্মান মিডফিল্ডারকে দলে ফেরায় ম্যানচেস্টার সিটি। অভিজ্ঞ ফুটবলারকে ফেরাতে পেরে অবাক দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
২০১৬ সালে গুয়ার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পরপরই দলটিতে যোগ দেন গিন্দোয়ান। অল্প সময়েই স্প্যানিশ এই কোচের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। দলকে দেন নেতৃত্বও। সাত বছরে সিটির জার্সিতে ১৪টি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩০৪ ম্যাচ খেলে গোল করেন ৬০টি।
নতুন চ্যালেঞ্জের খোঁজে গত বছর বার্সেলোনায় পাড়ি জমান গিন্দোয়ান। কাতালান ক্লাবটিতে ব্যক্তিগতভাবে ভালো করলেও পাননি দলগত সাফল্য।
গিন্দোয়ানকে অবশ্য ধরে রাখতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু আবারও বাধা হয়ে আসে তাদের আর্থিক সমস্যা। কিছুদিন আগে কেনা স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমোর নিবন্ধন করাতে পারছিল না তারা। মূলত এই কারণেই চুক্তির দুই বছর বাকি থাকলেও গিন্দোয়ানকে ফ্রি ট্রান্সফারেই ছেড়ে দিতে বাধ্য হয়েছে লা লিগার দ্বিতীয় সফলতম ক্লাবটি।
আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সিটি। গিন্দোয়াকে এক বছরের চুক্তিতে দলে টেনেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
গিন্দোয়ানকে এভাবে ফিরিয়ে আনতে পারবে সিটি, সেটা ভেবে অবাক হচ্ছেন গুয়ার্দিওলা।
“বেশিরভাগ সময় কোচরা বলেন, ট্রান্সফার উইন্ডোতে যেকোনো কিছু ঘটতে পারে। এটাই তার (গিন্দোয়ানের দলবদল) প্রকৃত প্রমাণ। বিস্ময়কর ব্যাপার, অপ্রত্যাশিত। আমরা তাকে বেশ ভালোভাবেই চিনি; স্টাফরা ও খেলোয়াড়রা।”
“গত বছর বার্সেলোনায় সে যে মানের ফুটবল খেলেছে, সেটা আমরা জানি, শীর্ষ মানের। তাকে ফেরানোর সম্ভাবনা যখন তৈরি হলো, তখন আমাদের মনে কোনো দ্বিধাই জাগেনি। আমরা খুশি যে সে ফিরে এসেছে।”