স্প্যানিশ ফুটবল
অতি উচ্ছ্বাসে না ভেসে, প্রতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান হান্সি ফ্লিক।
Published : 13 Jan 2025, 04:18 PM
মঞ্চটা শিরোপা লড়াইয়ের এবং প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী, সেখানেই কিনা পাঁচ মিনিটের মধ্যে হজম করতে হয় গোল- শুরুতে এমন ধাক্কা লাগার পর, দলের পরিকল্পনা এলোমেলো হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। কিন্তু, বার্সেলোনা যেন তেতে ওঠে আরও। বিরতির আগেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙেচুরে গোল উৎসব করে ম্যাচের গতিপথ গড়ে দেয় দলটি। দলের এমন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো কোচ হান্সি ফ্লিকের চোখেই যেন অবিশ্বাস্য ঠেকছে।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কিলিয়ান এমবাপের গোলে পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে নিয়ে আক্রমণে আরও জোর দেয় তারা। সাফল্য মিলতেও তাদের দেরি হয়নি।
প্রথমবার্ধেই একে একে জালে বল পাঠান দলটির লামিনে ইয়ামাল, রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও আলেহান্দ্রো বাল্দে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজের দ্বিতীয় গোলে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ৫৬তম মিনিটে লাল কার্ড দেখায় বাকিটা সময় এক জন কম নিয়ে খেলে বার্সেলোনা, তবে কোনোকিছুতেই পথচ্যুত হয়নি তারা। জয় তুলে নেয় ৫-২ গোলে।
লক্ষ্যে অটল থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এতে খুব খুশি বার্সেলোনা কোচ। ম্যাচের পর তার কণ্ঠে ঝরল সেই উচ্ছ্বাস।
“আমি সত্যিই আজ অনেক গর্বিত। দলকে নিয়ে গর্বিত, সব স্টাফ, এই ক্লাব, সমর্থক, সবাইকে নিয়ে। আজ অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। কোচদের জন্য অবশ্য অতটা (দুর্দান্ত) নয়। তবে সমর্থকদের জন্য সত্যিই চমৎকার।”
গত গ্রীষ্মে দায়িত্ব নেওয়া ফ্লিকের কোচিংয়ে মৌসুমের শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার। মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়ালকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দেওয়াসহ লা লিগায় প্রথম ১২ রাউন্ডের ১১টিই জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল তারা। কিন্তু পরের সাত ম্যাচে জিততে পারে মাত্র একটিতে; চার পরাজয় ও দুই ড্রয়ে দলটি নেমে গেছে তৃতীয় স্থানে।
মাস দুয়েকের ওই ব্যর্থতায় ফ্লিকের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই বছরের শুরুতে টানা তিন ম্যাচ জিতে এবং একটি ট্রফি উঁচিয়ে ধরে পথে ফেরার আভাস দিল দলটি। এই জার্মান কোচ তরুণ দলকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে চান লক্ষ্যে।
“প্রতি ম্যাচ থেকেই আমাদের শিখতে হবে এবং আজকের ম্যাচ থেকেও। আমরা সবকিছু আরও ভালোভাবে করতে পারি, তবে আমাদের দলটা তরুণ। কয়েকটি সপ্তাহ গেছে যেখানে আমরা ভালো খেলতে পারিনি এবং লিগে আমাদের অবস্থা এখন ভালো নয়। ড্রেসিং রুমে আমরা সব বিষয় নিয়েই কথা বলি, তবে আপাতত আমার কাছে গুরুত্বপূর্ণ পরের ম্যাচে দৃষ্টি দেওয়া।”
পরের ম্যাচে আগামী বুধবার কোপা দেল রেতে মাঠে নামবে বার্সেলোনা, শেষ ষোলোয় রেয়াল বেতিসের বিপক্ষে।