প্রথম ম্যাচ থেকেই টটেনহ্যাম ফরোয়ার্ড খেলতে পারবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়।
Published : 12 Nov 2022, 03:47 PM
চোখের পাশে পাওয়া চোটে জেগেছিল শঙ্কা। তবে কাতার বিশ্বকাপের জন্য অধিনায়ক সন হিউং-মিনকে নিয়েই দল সাজিয়েছে দক্ষিণ কোরিয়া।
বৈশ্বিক আসরের জন্য শনিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্তো।
চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের ২-১ গোলের জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন হিউং-মিন। ২৩তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বাঁ চোখের পাশে চোট পাওয়ায় তাকে তুলে নেওয়া হয়।
চোট সারিয়ে তুলতে গত শুক্রবার হিউং-মিনের অস্ত্রোপচারের করানো হয়। এরপর থেকেই সংশয় জাগে বিশ্বকাপে হিউং-মিনের খেলার সম্ভাবনা নিয়ে। তিনি নিজে অবশ্য সম্প্রতি ইনস্টাগ্রামে জানান যে, বিশ্ব সেরার মঞ্চে খেলার জন্য ফিট তিনি।
বিশ্বকাপে খেলা প্রসঙ্গে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, প্রয়োজনে তিনি প্রতিরক্ষামূলক মুখোশ পরে খেলবেন।
দল দেওয়ার পর সংবাদ সম্মেলনে বেন্তো বলেন, হিউং-মিনের কবে থেকে অনুশীলনে যোগ দেবেন বা কোন ম্যাচে খেলতে পারেন, সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নন। সেরে ওঠার প্রক্রিয়া বিবেচনায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সবশেষ ২০১০ আসরে নকআউট রাউন্ডে খেলা কোরিয়া এবারের আসরে আছে ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
এই গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ঘানা।
দক্ষিণ কোরিয়া স্কোয়াড:
গোলরক্ষক: কিম সিউং-জু (আল সাবাব), চো হিয়ান-য়ু (উলসান হুন্দাই), সং বাম-কিউন (চেনবুক মটর্স)
ডিফেন্ডার: কিম মিন-জে (নাপোলি), কিম জিন-সু (চেনবুক মটর্স), হং চউল (দেইগু এফসি), কিম মুন-হুয়ান (চেনবুক মটর্স), ইয়ুন জং-জু (এফসি সিউল), কিম ইয়ং-খুয়ান (উলসান হুন্দাই), কিম তে-হান (উলসান হুন্দাই), খউন কিউং-ওয়ান (গাম্বা ওসাকা), চো ইউ-মিন (দেইজন সিটিজেন)
মিডফিল্ডার: ইয়ুং য়ু-ইয়ং (আল সাদ), না স্যাং-হো (এফসি সিউল), পাইক সিউং-হো (চেনবুক মটর্স), সন জুন-হো (শেনডং তাইশান), সং মিন-চু (চেনবুক মটর্স), খউন চেন-হুন (গিমচান সাংমু), লি জে-সন (মাইন্স), হাং হি-চান (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), হওয়াং ইন-বম (অলিম্পিয়াকস), জং য়ু-ইয়ং (ফ্রাইবুর্ক), লি কাং-ইন (রিয়াল মায়োর্কা)
ফরোয়ার্ড: হওয়াং উই-জো (অলিম্পিয়াকস), চো চিউইয়ি-সাং (চেনবুক মটর্স), সন হিউং-মিং (টটেনহ্যাম হটস্পার)