উয়েফা কনফারেন্স লিগ
উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।
Published : 08 Nov 2024, 03:09 PM
ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে চেলসি। আর্মেনিয়ার ক্লাব এফসি নোয়াকে ৮-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে রেকর্ড জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।
ইউরোপের তৃতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার রাতে চেলসির পক্ষে দুটি করে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১২ থেকে ২১, এই ৯ মিনিটের মধ্যে চার গোলে এবং প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে যায় এন্টসো মারেসকার দল। তাদের বাকি চার গোলদাতা ইংলিশ ডিফেন্ডার টসিন আডারাবিয়োয়ো, তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মার্ক গিউ, ফরাসি ডিফেন্ডার আক্সেল ডিসাসি ও ইউক্রেইনের মিডফিল্ডার মিখাইলো মুদ্রিক।
২০২১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আগের সর্বোচ্চ ব্যবধানে জয় ছিল ৬ গোলের।
চেলসির ইতিহাসে এবারের জয়টি দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। তাদের রেকর্ড জয়টি এসেছিল ১৯৭১ সালে, লুক্সেমবার্গের দল জুনেস উতসাহাজের বিপক্ষে ১৩-০ গোলে।
এবারের কনফারেন্স লিগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চেলসি।